MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

১৬ মেগাপিক্সেলের সেলফি ফোন আনছে সনি!

In মোবাইল ফোন রিভিউ - Apr 24 at 2:39pm
১৬ মেগাপিক্সেলের সেলফি ফোন আনছে সনি!

খুব শিগগিরই বাজারে আসছে সনির এক্সপেরিয়া সিরিজের নতুন ফোন। তবে বাজারে আসার আগেই এম আল্ট্রার তথ্য ফাঁস হয়েছে। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে ক্যামেরায়।

ফোনটিতে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

সনির এক্সপেরিয়া আল্ট্রা এম ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও আছে ৬ ইঞ্চির ফুল এইচডি ট্রাইলুমিনিয়াস ডিসপ্লে। এটির রিয়ার ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের। এতে ৪২৮০ মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে থাকছে ইউএসবি সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কুইক চার্জিং ৩.০, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি।

তবে ফোনটির দাম সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2765
Post Views 477