MysmsBD.ComLogin Sign Up

‘ধুম ৪’ এ থাকছেন সালমান, নায়িকাতেও থাকছে চমক !

In সিনেমা জগৎ - Apr 23 at 10:24am
‘ধুম ৪’ এ থাকছেন সালমান, নায়িকাতেও থাকছে চমক !

বলিউডে নতুন নায়িকার এন্ট্রি মানেই বেশিরভাগ ক্ষেত্রে তা কোনও খান-সাহেবের হাত ধরেই হবে। এই বছরে বলিউডে অনেক নতুন জুটিকে দেখা গেল। পরিচালক প্রযোজকেরাও আর একঘেয়ে জুটিতে ছবি করতে রাজি নন। তাঁরাও চাইছেন ফ্রেস মুখ। আর ছবি যদি হয় ‘ধুম’-এর কোনও সিকুয়েল তাহলে তো কোনও কথাই নেই। চমক আর চমক। এবার ‘ধুম ৪’-এ দেখা যাবে বলিউড হার্টথ্রব সালমান খানকে। কিন্তু এটা কি জানেন সেখানে তাঁর বিপরীতে কে রয়েছেন?

‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এর পর থেকে বলিউড জার্নিটা বেশ রোম্যান্টিকই হয়ে উঠছে বানি কাপুরের। প্রথমে সুশান্ত সিং রাজপুত। তারপর রণবীর সিংয়ের সঙ্গে পর্দায় ২৩টি চুম্বনের রেকর্ড। এবার তো তাঁর লটারি লেগে গেল। বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলরের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবেন তিনি। যদিও এই বিষয়ে যশ রাজ ফিল্মের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনও খবর আসেনি। তবুও বানি-সলমনকে একসঙ্গে দেখতে খুবই উৎসাহী তাঁদের ভক্তরা।

Googleplus Pint
Rayhan Moyen
Posts 77
Post Views 618