MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শিক্ষা প্রতিষ্ঠানে কেউ অর্থ চাইলে পুলিশে দিন!

In সাহায্য ও পরামর্শ - Apr 23 at 8:36am
শিক্ষা প্রতিষ্ঠানে কেউ অর্থ চাইলে পুলিশে দিন!

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরনের কাজের জন্য কেউ অর্থ দাবি করলে তাকে পুলিশে দেয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ কথা বলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরনের কাজের জন্য অর্থ নেন না। যদি কোনো কর্মকর্তা কাজের জন্য অর্থ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে কেউ এ ধরনের কাজের কথা বলে অর্থ দাবি করলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্রতিষ্ঠান জাতীয়করণ, এমপিওভুক্তি, ভবন নির্মাণ, নতুন বিষয় খোলা, প্রকল্প অনুমোদনসহ বিভিন্ন কাজের কথা বলে একটি প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অর্থ দাবি করছে বলে অভিযোগ উঠেছে। এরপরই মন্ত্রণালয়ের এই পরামর্শ দেয়।

Googleplus Pint
Noyon Khan
Posts 2739
Post Views 786