MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

স্নাতকোত্তরের রিলিজ স্লিপে আবেদন শুরু ২৫ এপ্রিল

In পড়াশোনা নিউজ - Apr 22 at 2:28am
স্নাতকোত্তরের রিলিজ স্লিপে আবেদন শুরু ২৫ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড/বিপিএড/বিএমএড/বিএসএড/এমএড/এমএসএড/এলএলবি শেষ বর্ষ ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল ২০১৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

এ ভর্তি কার্যক্রমে যেসব শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পাননি অথবা স্থান পেয়েও ভর্তি হননি অথবা ভর্তি বাতিল করেছেন তারাও আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করেনি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না।

এ ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো ফয়জুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।"

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 165