MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

জেল্টা মিলেনিয়াম স্মার্টফোন বাজারে!

In মোবাইল ফোন রিভিউ - Apr 21 at 12:52pm
জেল্টা মিলেনিয়াম স্মার্টফোন বাজারে!

জেল্টা মিলেনিয়াম এ১০০ মডেলের স্মার্টফোন বাজারে এনেছে স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড। ডুয়েল সিমের পাঁচ ইঞ্চি স্ক্রিনের এই স্মার্টফোনটির ডিসপ্লে আইপিএস প্রযুক্তির।

অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেমের সেটটিতে রয়েছে ১.৪ গি.হা. অক্টা কোর গ্রান্ড প্রসেসর, কর্নিং গরিলা গ্লাস৩, ৮ মেগাপিক্সেল রেয়ার ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ২০০০ এমএইচ লিআয়ন ব্যাটারি, ১ জিবি র‍্যাম ও ৮ জিবি রম (এক্সপান্ডেবল স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত)।

সাদা ও সোনালি কালারের এই সেটটির ওজন ১৩২ গ্রাম। বৈশাখী অফারে বিনা মূল্যে ফ্লিপ কভার ও ওটিজি ক্যাবলসহ ছয় হাজার ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1197
Post Views 376