MysmsBD.ComLogin Sign Up

যার যা আছে ততটুকুতে সন্তুস্ট থাকতে হবে

In ইসলামিক গল্প - Apr 20 at 2:44am
যার যা আছে ততটুকুতে সন্তুস্ট থাকতে হবে

মুসা(আঃ) আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে এক দরিদ্র লোক তাকে জিজ্ঞাস করলেন, হে মুসা, তুমি তোমার আল্লাহকে একটু জিজ্ঞাস করিও যে আমি কিভাবে এ অবস্থা থেকে উন্নতি করতে পারি।

কিছুদুর যাবার পর এক বিশাল খেজুর বাগানের মালিক তাকে বললেন, হে মুসা তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাস করিও যে আমার ধন সম্পদ কিভাবে কমে যায়, আমি এ ভার বইতে পারছি না।

www.Mysmsbd.com .. ইসলামিক গল্প..

আল্লাহর সাথে কথা শেষ করে ফেরার পথে প্রথমে ধনী ব্যাক্তির সাথে দেখা হল। তিনি জিজ্ঞাস করলেন, কি বলল তোমার আল্লাহ? মুসা বললেন, তোমাকে এই সম্পদের উপর না-শুকর করতে বলেছেন। তখন ঐ ধনী বললেন, না না আমি নাশুকর করতে পারব না, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, তখন তার হাতে যে খেজুর এর ডাল ছিল, তা সোনার ডালে পরিণত হল।

এরপর দরিদ্র লোকের সাথে দেখা। তাকে বললেন, তুমি এর উপর শুকরিয়া কর। তখন দরিদ্র লোক্টি বলল, আল্লার তো আমাকে কিছুই দেইনি, আমি কিভাবে শুকরিয়া করব? তখন একটা ঝড় এসে তার কুড়ে ঘরটি উড়িয়ে নিয়ে গেল।

শিক্ষাঃ যার যা আছে ততটুকুতে সন্তুস্ট থাকতে হবে। আরো ভাল কিছু পাবার জন্য চেস্টা থাকবে, কিন্তু আসন্তোস করা উচিত নয়।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1521
Post Views 392