MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ফেসবুকের নিউজ ফিডে বড় পরিবর্তন আসছে

In ইন্টারনেট দুনিয়া - Apr 20 at 12:30am
ফেসবুকের নিউজ ফিডে বড় পরিবর্তন আসছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে বড় পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া গেছে। ম্যাশেবল জানিয়েছে, ফেসবুক তাদের অ্যানড্রয়েড এবং আইওএস অ্যাপের নিউজ সেকশন চালু করতে যাচ্ছে। যেটা দেখতে ফেসবুক পেপারের মত। যদিও এই সেবা এর আগে আইওএস ডিভাইসে চালু করা হয়েছিল।

ম্যাশেবল ফেসবুকের বরাত দিয়ে জানায়, এখনকার নিউজ ফিডের আদল ঠিক রেখে নিউজ ফিড সেকশন নিয়ে প্রতিষ্ঠানটি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তবে ঠিক কবে নাগাদ এই ফিচার চালু হবে সে বিষয়ে ফেসবুকের কাছ থেকে খোলাসা ভাবে কিছু জানা যায়নি।

গত শুক্রবার টুইটারে নতুন নিউজ ফিডের কিছু স্ক্রিন শট ছবি প্রকাশ করা হয়। প্রকাশিত স্ক্রিন শটে দেখা গেছে, ফেসবুকের নিউজ ফিডের ঠিক নিচে নতুন ‘লে-আউট’ যোগ করেছে। যেখানে ফিডগুলোকে একাধিক বিভাগে ভাগ করা হয়েছে। এসব বিভাগের মধ্যে আছে ‘ওয়াল্ড অ্যান্ড ইউএস’, ‘স্পোর্টস’ এবং ‘ফুড’।

এ বিষয়ে ফেসবুকের একজন মূখপাত্র বলেন,‘ফেসবুক ব্যবহারকারী আমাদের জানিয়েছেন তারা নিউজ ফিডে তাদের পছন্দের বিষয়গুলো দেখতে চায়। যাতে করে তারা খুব সহজেই বাটন চেপে পছন্দের খবর গুলো পেতে পারে। এজন্যই নিউজ ফিডে পরিবর্তন আনতে কাজ করছি।’

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1265
Post Views 131