MysmsBD.ComLogin Sign Up

ফেশিয়ালে যে ভুলগুলো করবেন না

In রূপচর্চা/বিউটি-টিপস - Apr 19 at 12:58pm
ফেশিয়ালে যে ভুলগুলো করবেন না

ফেশিয়াল ত্বককে সুস্থ ও সুন্দর রাখে। কিন্তু ফেশিয়ালে সামান্য ভুলের জন্য অনেক সময় ত্বকের ক্ষতিও হয়। তাই বিউটি সেলুনে ফেশিয়াল করতে গেলে কিছু বিষয় খেয়াল রাখুন। জানতে চান সেগুলো কী?

তাহলে নিচের এই তালিকাটি একবার দেখে নিন.....

→ ওয়াক্সিং থেকে দূরে থাকুন
আপনি যদি মুখের লোম দূর করতে ওয়াক্সিং করেন তাহলে অন্তত ২৪ ঘণ্টার আগে ফেশিয়াল করবেন না। না হলে মুখে র‍্যাশ হতে পারে।

→ স্ক্রাবিং করবেন না
ফেশিয়ালের আগে স্ক্রাবিং করবেন না। এতে লোমকূপের মুখ খুলে যায় এবং ফেইসপ্যাক সেখানে গিয়ে জমা হয়। এতে ব্রণের সমস্যা দেখা দেয়।

→ সূর্যের আলো থেকে দূরে থাকুন
ফেশিয়াল করার অন্তত ২৪ ঘণ্টা পর রোদে যান। ফেশিয়ালে যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলোর কার্যক্রম শেষ হওয়ার আগেই সূর্যের ক্ষতিকর রশ্মিতে না যাওয়াই ভালো। কারণ এ সময় রোদে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুখ পুড়ে যাবে।

→ নকল আইল্যাশ খুলে ফেলুন
ফেশিয়ালের আগে চোখে নকল আইল্যাশ থাকলে খুলে ফেলুন। এই ল্যাশ থাকাবস্থায় ফেশিয়াল করলে চোখের ক্ষতি হতে পারে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6972
Post Views 98