MysmsBD.ComLogin Sign Up

চোখের নিচের ফোলাভাবের কারণ ও দূর করার উপায়!

In রূপচর্চা/বিউটি-টিপস - Apr 18 at 11:32pm
চোখের নিচের ফোলাভাবের কারণ ও দূর করার উপায়!

চোখ হচ্ছে একজন মানুষের সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু যদি চোখের নিচেটা ফুলে থাকে এবং ফোলা ফোলা ভাব চলে আসে তাহলে দেখতে একটু খারাপই লাগে। বিরক্তিকর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুবই সহজ দুটি সমাধান রয়েছে।


যে কারণে চোখের নিচের অংশে ফোলার সমস্যা হয়:
চোখের নিচে ফুলে যাওয়ার অনেক কারণ রয়েছে। এই কারণগুলো যতোটা সম্ভব বাদ দেয়ার চেষ্টা করা উচিত। এতে করে চোখ ফোলার সমস্যা হবেই না।

১) ঘুম কম হলে বা ঘুমের সমস্যা থেকে থাকলে চোখের নিচে ফুলে যায়। সুতরাং আপনাকে নিয়ম করে ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে।

২) অতিরিক্ত মানসিক চাপের কারণে চোখের নিচে ফুলে যায় অনেক বেশী।

৩) অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়ার কারণে দেহে পানি বেশী জমতে থাকে। এতে করেও অনেকের চোখের নিচে ফুলে যায়।

৪) সাইনাসের সমস্যা থাকলে চোখের নিচের ফোলাভাব বেড়ে যায়।

৫) অতিরিক্ত ধূমপান এবং মদ্যপানের কারণেও চোখের নিচে ফুলে থাকে।

৬) পরিবারের সদস্যদের যদি এমন সমস্যা থাকে তাহলে সেটি আপনার জেনেটিক্যাল ব্যাপার, আর সে কারণেই আপনার চোখের নিচ ফোলা হয়।

জেনে নিন চোখের নিচের ফোলাভাব দূর করার খুবই সহজ দুটি সমাধান:


১) আলুর রসের ব্যবহার
আলুর রসের অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান চোখের নিচের ফোলাভাব এবং সেই সাথে কালচে ভাব দূর করতে বিশেষভাবে কার্যকরী। প্রথমে একটি আলু গ্রেট করে নিয়ে চিপে রস বের করে নিন এবং এই রস একটু ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ফেলুন। ঠাণ্ডা আলুর রস তুলোর বলে লাগিয়ে চোখের উপরে দিয়ে রাখুন ২০ মিনিট। এই ২০ মিনিট রিলাক্স করুন। ২০ মিনিট পর তুলোর বল ফেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ফোলাভাব অনেকটাই কমে গিয়েছে।


২) ডিমের ব্যবহার
ডিম ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। বিশেষ করে ত্বকের টানটান ভাব ধরে রাখতে ডিমের সাদা অংশের জুড়ি নেই। একারণেই চোখের নিচের ফোলাভাব দূর করতে ডিমের সাদা অংশ কার্যকরী। একটি ডিম ভেঙে কুসুম আলাদা করে নিন।

এরপর ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। আঙুলের ডগা দিয়ে এই সাদা অংশ চোখের নিচে লাগান তবে সাবধান থাকবেন যেনো চোখের ভেতরে না যায়। সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন চোখ বন্ধ করে। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। চোখের ফোলাভাব খুব সহজেই দূর হয়ে যাবে।

Googleplus Pint
Noyon Khan
Posts 3254
Post Views 51