MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মাত্র ২টি উপাদানে মুখের কালো দাগকে বিদায়!

In রূপচর্চা/বিউটি-টিপস - Apr 18 at 11:10pm
মাত্র ২টি উপাদানে মুখের কালো দাগকে বিদায়!

মানুষ সৌন্দের্যের পূজারী। তাই নিজেকে সুন্দর করে তুলতে মানুষের চেষ্টার কোনো শেষ নাই। মানুষের সৌন্দর্যের বড় অংশ হলো মুখের ত্বক। তাই মুখের যত্নে কত কিছুই না করি আমরা। নামী দামী ব্র্র্যান্ডের ক্রিম, ফেসিয়াল, মেকআপ, কতশত ফেইস প্যাক।

অথচ এই মুখেই সবচেয়ে বেশি কালো দাগ পড়ে। এই কালো দাগ সৌন্দর্য নষ্টের অন্যতম কারণ। তাই মুখের কালো দাগ কারো পছন্দ নয়।


দাগের কারণ :
# হাইপারপিগমেন্টেশন, যা ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরি করে ত্বকে কালো দাগ ফেলে দেয়।

# হরমোনের ভার্যসাম্যহীনতা

# অতিরিক্ত রোদে ঘোরাঘুরি

# সূর্যের ক্ষতিকর রশ্মি

# ব্রণ

ত্বকের কালো দাগ দূর করবেন যে উপায়ে -


যা যা লাগবে :
১ চা চামচ হলুদ গুঁড়ো

১ চামচ লেবুর রস


যেভাবে লাগাবেন:
# হলুদ গুঁড়ো এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন।

# এবার মুখ ভালো করে পরিস্কার করে নিন।

# একটি শুকানো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

# প্যাকটি মুখের কালো দাগে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।

# শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

# ভালো ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন। শীতকালে দিনে দুইবার ব্যবহার করুন।


যেভাবে কাজ করে :
লেবুতে ব্লিচিং উপাদান আছে, যা ত্বক ফর্সা করে থাকে। হলুদ গুঁড়োর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে কালো দাগ দূর করে থাকে। যা ত্বক উজ্জ্বল করে তোলে।


সাবধানতা :
এই প্যাক ব্যবহার করার পর ৮-১০ ঘন্টা সূর্যের আলোতে যাবেন না। সেনসেটিভ বা সংবেদনশীল ত্বকের অধিকারীরা লেবুর পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে কিছুদিনের মধ্যে ত্বকের কালো দাগ অনেক কমে আসে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2759
Post Views 175