MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মুখের কালো দাগ দূর করতে আপেল-কমলার খোসা!

In রূপচর্চা/বিউটি-টিপস - Apr 18 at 9:17pm
মুখের কালো দাগ দূর করতে আপেল-কমলার খোসা!

মুখকে সুন্দর রাখতে আমারা কতকিছুই না করি। সঠিক যত্ন নেয়া, পুষ্টিকর খাদ্য খাওয়া থেকে শুরু করে রূপচর্চা করা, সবকিছু করতে আমরা রাজি। আর যদি আপনার এই সুন্দর মুখে হঠাৎ করে কোনও কালো দাগ দেখা দেয় তাহলে তা দূর করতে মাথা খারাপ হয়ে যায়৷

এই কালো ছোপ ছোপ দাগ যা অনেক ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়। অবশ্য এর জন্য আছে কিছু সহজ উপায় যা মেনে চললে আপনি উপকার পাবেন। জেনে নিন তার তিনটি সহজ পদ্ধতি।

১. দুই চামচ বেসন, এক চিমটে হলুদ গুঁড়ো, এক চামচ চন্দন গুঁড়ো এবং এক চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এবার এটা মুখে, ঘাড়ে ভালো করে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

২. একটি ছোট আকারের আপেল কেটে তার একটা ফালি মুখে, ঘাড়ে, গলায় মাখুন৷ দশ মিনিট পর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

৩. আপেল ও কমলার খোসা একসাথে বেটে তার সাথে কাঁচা দুধ, ডিমের সাদা অংশ ও কমলা রস মেশান। এবার মিশ্রণটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

Googleplus Pint
Noyon Khan
Posts 2740
Post Views 83