MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সিগারেট খোর নিবন্ধন চলছে

In মজার সবকিছু - Apr 18 at 9:08pm

সুখবর সুখবর সুখবর

সিগারেট খোর নিবন্ধন চলছে..

যা যা লাগবে:-

১. সিগারেট খাওয়া অবস্থায় ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

২. জন্ম নিবন্ধন সার্টিফিকেট।

৩. ভোটার আইডি কার্ড।

৪. চেয়ারম্যন সার্টিফিকেট।

৫. যেই দোকানদারের কাছ থেকে সিগারেট খান তার কাছ থেকে বায়োডাটা ফর্ম উত্তোলন এবং উক্ত বায়োডাটায় দোকানদারের সাইন থাকতে হবে।

সুবিধা সমূহ:-

১. আপনার সিগারেট খোরের কার্ড দেখিয়ে যে কোন দোকানে বাকি খেতে পারবেন।

২. দোকানদার কখোনো বাকি টাকার জন্য চাপ দিতে পারবে না।

৩. প্রয়োজনে শ্বশুর এবং বড় ভাইএর কাছ থেকে বিড়ি চেয়ে খেতে পারবেন। এতে তারা কোন আপত্তি জানাতে পারবেনা।

৪. প্রতিদিন বাড়ি থেকে সিগারেট খাওয়ার জন্য ১০০ টাকা দিতে বাধ্য থাকিবে।

৫. সিগারেট খাওয়ার জন্য বউ এবং প্রেমিকা অত্যাচার করলে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

আগ্রহী প্রার্থীগন আগামী ৪৫/২৫/২০১৯ তারিখের মধ্যে সব কাগজপত্র যেখানে খুশি সেখানে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল....

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 153