MysmsBD.ComLogin Sign Up

বিকিনিতে উত্তাপ ছড়ালেন ক্যাটরিনা

In বিবিধ বিনোদন - Nov 30 at 5:50pm
বিকিনিতে উত্তাপ ছড়ালেন ক্যাটরিনা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিষেক হওয়ার পর থেকেই নিজের সব বিষয়ে ভক্তদের আপডেট দিয়ে থাকেন ক্যাটরিনা কাইফ। পাশাপাশি পোস্ট করেন নিজের অনেক ছবিও।

একটি ম্যাগাজিনের ফটোশুট করতে মালদ্বীপ গিয়েছেন ক্যাটরিনা। সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে ভক্তদের নিয়মিত আপডেট দিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফিতুর খ্যাত এ অভিনেত্রী ফেসবুকে বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন। সবুজ রঙের বিকিনি এবং ডেনিমের প্যান্ট পরা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবারই কিছু না কিছুতে বিশ্বাস রাখা উচিৎ, আমি বিশ্বাস করি আমার বিচে যাওয়া উচিৎ।’ স্বাভাবিকভাবেই বিকিনি পরা ক্যাটরিনাকে দেখতে বেশ আবেদনময়ী লাগছে।

ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ সিনেমা বার বার দেখো। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের সঙ্গে তার সিনেমা জাগ্গা জাসুস। এছাড়া খুব শিগগিরই সালমান খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

তথ্যসূত্রঃ আজকাল

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7035
Post Views 570