MysmsBD.ComLogin Sign Up

শাহরুখ-আনুশকার ‘দ্য রিং’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ!

In সিনেমা জগৎ - Wed at 4:16pm
শাহরুখ-আনুশকার ‘দ্য রিং’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ!

বলিউড এখন ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় মুগ্ধ। আলিয়া আর শাহরুখের রসায়নে মন ভরেছে সিনেমা সমালোচক থেকে সাধারণ দর্শকের। ‘ডিয়ার জিন্দেগি’র ঘোর কাটিয়ে ওঠার আগেই প্রকাশিত হল শাহরুখ-অনুশকা অভিনীত ‘দ্য রিং’ ছবির ফার্স্ট লুক।

আগামী ১১ আগস্ট, ২০১৭-এ মুক্তি পাবে পরিচালক ইমতিয়াজ আলির এই ছবিটি। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন গৌরী খান। এটিও একটি রোম্যান্টিক ড্রামা বলেই শুনা যাচ্ছে।

‘দ্য রিং’ ছবির ফার্স্ট লুক-এ নেই ছবির নাম। ছবির পোস্টার জুড়ে রয়েছেন শুধু শাহরুখ খান আর অনুশকা শর্মা।

অনুশকার প্রথম ছবি ‘রবনে বানাদি জোড়ি’তেই শাহরুখ-অনুশকা জুটির ম্যাজিকে মুগ্ধ হয়েছিলেন অসংখ্য দর্শক।

তাই ‘দ্য রিং’-এ সেই ‘ম্যাজিক’ আবার দেখার প্রত্যাশায় শাহরুখ-আনুশকার ভক্তরা।

Googleplus Pint
Noyon Khan
Posts 3254
Post Views 301