MysmsBD.ComLogin Sign Up

মহাবিশ্বের অবিশ্বাস্য ১০ তথ্য, যা আপনি বিশ্বাস না করলেও সত্য

In জানা অজানা - Nov 30 at 4:03pm
মহাবিশ্বের অবিশ্বাস্য ১০ তথ্য, যা আপনি বিশ্বাস না করলেও সত্য

মহাবিশ্বের এমন সব বিষয় রয়েছে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য। তবে গবেষকরা বলছেন, এটিই সত্য ঘটনা। এ ধরনের কয়েকটি বিষয় তুলে ধরা হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড।

১. ৯৯ শতাংশ ম্যাটার হলো খালি স্থান। আপনি যদি অ্যাটম থেকে সব খালি স্থান দূর করেন তাহলে বিশ্বের সব মানুষকে প্রায় এক ইঞ্চি আকারের একটি চিনির কিউবের ভেতরে ভরে দেওয়া সম্ভব।

২. আমাদের প্রত্যেকের দেহেই রয়েছে অ্যাটম, যা বিলিয়ন বছর আগে এক সময় মহাবিস্ফোরণে সৃষ্টি হয়েছিল।

৩. বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের অতি ক্ষুদ্রাংশ এখনও দেখা যায় টিভির ঝিরঝির দৃশ্যে।

৪. আপনি যদি একজন এলিয়েন হন এবং পৃথিবী থেকে ৬৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে বাস করেন তাহলে পৃথিবীর দিকে সূক্ষ্ম টেলিস্কোপ দিয়ে তাকালে এখন ডায়নোসর দেখতে পাবেন।

৫. শুক্র গ্রহের এক বছর বিশ্বের ২২৪ দিনের সমান। কিন্তু শুক্র গ্রহের এক দিন বিশ্বের ২৪৩ দিনের সমান। এ কারণে একটি দিন এক বছরের চেয়েও বড় সেখানে।

৬. আমাদের দেহের সব হাইড্রোজেন অ্যাটম মহাবিস্ফোরণে সৃষ্ট, যা ১৩.৭ বিলিয়ন বছর আগে হয়েছে বলে ধারণা করা হয়।

৭. সূর্য এই সৌরজগতের ৯৯.৮ শতাংশ ভর বহন করে। আর এটি এত বড় যে ১.৩ মিলিয়ন পৃথিবী সূর্যের ভেতর এঁটে যাবে।

৮. সারা পৃথিবীতে যত বালুর দানা রয়েছে মহাবিশ্বে তার চেয়েও বেশি তারকা রয়েছে।

৯. নিউট্রন তারকারা এত ঘনভাবে রয়েছে যে, তাদের এক চা চামচ পরিণের ওজন এভারেস্ট পর্বতের চেয়ে বেশি।

১০. যে সাধারণ জিনিসগুলো আমরা দেখতে পাই তা মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ। বাকি ৯৫ শতাংশই হলো ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার, যে সম্পর্কে মানুষের ধারণা খুবই সীমিত।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4113
Post Views 856