MysmsBD.ComLogin Sign Up

রেডিও জকি হচ্ছেন বিদ্যা বালান

In সিনেমা জগৎ - Wed at 10:04am
রেডিও জকি হচ্ছেন বিদ্যা বালান

‘লাগে রহো মুন্নাভাই’ ছবিতে রেডিও জকির ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। আবারও রেডিও জকির ভূমিকায় অভিনয় করবেন তিনি। তবে এ বার তার চরিত্রটি একটু আলাদা। সে বার তিনি ছিলেন সকালের রেডিও সঞ্চালক। তার ‘গুডমর্নিং মুম্বাই’ শুনে ঘুম ভাঙত মুম্বাই শহরের। কিন্তু নতুন ছবিতে তিনি রাতের রেডিও জকি। ছবির নাম ‘তুমহারি সুলু’।

ছবিতে বিদ্যার চরিত্রের নাম সুলোচনা। পেশায় তিনি রেডিও সঞ্চালক। রাতেরবেলা সুলোচনার ‘সেমি অ্যাডাল্ট শো’ শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়। এই সুলোচনার জীবন নিয়েই ছবির গল্প এগিয়েছে। বিদ্যা জানান, সুলু তার চরিত্রের দুষ্টু দিকটি তুলে ধরবে।

‘তুমহারি সুলু’ ছবিটি পরিচালনা করছেন সুরেশ ত্রিবেণী। প্রযোজক ভূষণ কুমার জানিয়েছেন, এখনকার দর্শক বাস্তব ও বাস্তবের সঙ্গে জড়িত কোনও ঘটনা নিয়ে ছবি দেখতে চায়। ছবিটি যাতে দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। পরিচালক হিসেবে সুরেশ ত্রিবেণীর এটাই প্রথম ছবি। প্রথম ছবিতেই বিদ্যাকে নায়িকা হিসেবে পাওয়া তার কাছে সম্মানের বলে জানিয়েছেন সুরেশ।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6748
Post Views 59