MysmsBD.ComLogin Sign Up

২৮০০ টাকায় জিওমির স্মার্টওয়াচ

In গ্যাজেট রিভিউ - Nov 29 at 11:25pm
২৮০০ টাকায় জিওমির স্মার্টওয়াচ

চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জিওমির পণ্য দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এসব পণ্যের মধ্যে আছে স্মার্টফোন এবং স্মার্টওয়াচ। সাশ্রয়ী দামের জিওমির একটি স্মার্টওয়াচ বিক্রি করছে দেশীয় ই-কমার্স ওয়েবসাইট দারাজ ডটকম ডটবিডি।

এই ওয়েচটির মডেল জিওমি মি ব্র্যান্ড ২। এটি স্মার্টওয়াচ হিসেবেও যেমন ব্যবহার করা যাবে তেমনি ফিটনেস ট্রেকার হিসেবেও কব্জিতে পরিধান করা যাবে।

স্মার্টওয়াচ কাম ফিটনেস ট্রেকারটি দেখতে আকর্ষণীয়। এটি কালো রঙে পাওয়া যাবে।

এ স্মার্টওয়াচটিতে আছে, ওএলইডি টাচ স্কিন ডিসপ্লে। এর বিশেষ ফিচারগুলো হলো-ব্লুটুথ সিনক্রোনাইজেশন, ইনকামিং কল এবং ক্ষুদে বার্তার নোটিফিকেশনও। এমনকি আপনার ঘুমের পরিমান জানিয়ে দেবে এই ডিভাইসটি। শুধু তাই নয় আপনি কতক্ষণ খেলাধুলা করলেন তাও জানা যাবে এটিতে।

এছাড়া হার্টরেটও মনিটরিংও করবে ফিটনেস ট্রেকারটি। ডিভাইসটিতে আরও আছে ইন্টেলিজেন্ট অ্যালার্ম ফাংশন। আর এটি সম্পূর্ণ পানিরোধী। কেননা, ডিভাইসটি আইপি৬৭ সনদপ্রাপ্ত।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4156
Post Views 238