MysmsBD.ComLogin Sign Up

‘মাঠে নামলে তো ক্রিকেট ছাড়া কিছু মাথায় থাকে না’

In ক্রিকেট দুনিয়া - Nov 27 at 6:29pm
‘মাঠে নামলে তো ক্রিকেট ছাড়া কিছু মাথায় থাকে না’

সামনেই জাতীয় দলের সিরিজ। বিপিএল শেষ করেই জাতীয় দল উড়াল দিবে অস্ট্রেলিয়ায়। সেখানে ক্যাম্প শেষে ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ড সিরিজে মাঠে নামবে টিম বাংলাদেশ।

প্রথমে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের জন্য অটোমেটিক চয়েজ হিসেবে থাকতেন মোহাম্মদ শহীদ। বিপিএলে যেভাবে দাপট দেখিয়ে খেলে যাচ্ছিলেন পুরস্কার হিসেবে সীমিত পরিসরেও সুযোগ পেতে পারতেন ডানহাতি এ পেসার।

৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। শুধু উইকেট না নিজের সীমাবদ্ধতার মধ্যেই শহীদ নিখুঁত লাইন ও লেন্থ মেনে বোলিং করেছেন। হতে পারতেন এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। কিন্তু সেই স্বপ্ন আপাতত শোকেজে উঠিয়ে রাখতে হচ্ছে। কারণ ইনজুরির কারণে তার বিপিএল শেষ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শনিবারের ম্যাচে ২ ওভারে ৬ রানে ১ উইকেট নেওয়ার পর ফিল্ডিংয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান শহীদ। এতেই মাঠের বাইরে শহীদ। চিকিৎসকের দেওয়া ভাষ্যমতে,‘দুই সপ্তাহের বিশ্রামের পর চার সপ্তাহ কাজ করতে হবে তাকে।’

শহীদও জানালেন একই কথা। জাতীয় দলের কথা চিন্তা করে ‘ঝুঁকি’ না নিলেও পারতেন শহীদ! কিন্তু ডানহাতি এ পেসার মুঠোফোনে বললেন, ‘গা-বাঁচিয়ে খেলার জন্য তো ক্রিকেট খেলি না। যখন মাঠে নামি তখন অন্য কিছু মাথায় থাকে না। ওই ড্রাইভ, ওই চার বাঁচাতে গিয়ে আমার এমন হবে সেটা তো আগে চিন্তা করা যায় না। ক্রিকেট খেলছি এটা হতে পারে।’

বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে শহীদের ভাষ্য, ‘বিপিএলটা আমার ভালো যাচ্ছিল। ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলাম (গতকালের ম্যাচ পর্যন্ত)।আমার একটাই লক্ষ্য ছিল ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করানো। দল আমার উপর নির্ভরশীল ছিল। সাকিব, সুজন ভাই (কোচ-খালেদ মাহমুদ সুজন) সবাই আমাকে অনুপ্রাণিত, উৎসাহ জুগিয়ে আসছিল। আমি যদি পুরো বিপিএল খেলতে পারতাম তাহলে নিশ্চিত দলকে চ্যাম্পিয়ন করতাম। বলতে পারতাম ভালো খেলে দলকে চ্যাম্পিয়ন করিয়েছি।’

বিপিএলের আগে ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি শহীদ। এবার নিউজিল্যান্ড সিরিজও শঙ্কায়! কিন্তু শহীদ কোনোভাবেই নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ মিস করতে চান না। তার ভাষ্য, ‘ইংল্যান্ড সিরিজ মিস করেছি, নিউজিল্যান্ড সিরিজ কোনোভাবেই মিস করতে চাই না। আমার হাতে যথেষ্ট সময় আছে। সে লক্ষ্যেই আমি কাজ করব।’

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7007
Post Views 401