MysmsBD.ComLogin Sign Up

বালতিতে রাখা পানিতে প্রাণ গেল শিশুর!

In দেশের খবর - Nov 27 at 9:03am
বালতিতে রাখা পানিতে প্রাণ গেল শিশুর!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বালতিতে রাখা পানিতে পড়ে সানজিদা নামে এক বছর এক মাস বয়সের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ২৬ নভেম্বর শনিবার দুপুরে পশ্চিম বেলতৈল তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম সফিকুল ইসলাম।

জানা গেছে, বাড়ির আঙ্গিনায় বালতিতে রাখা পানিতে শাঁখ ভিজিয়ে রাখে তার মা। এ সময় সানজিদা বালতির কাছে গিয়ে খেলতে খেলতে বালতির পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান নূরল আমিন দোলা বিষয়টি নিশ্চিত করেছেন।

Googleplus Pint
Noyon Khan
Posts 3488
Post Views 161