MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

‘ফোর্স-থ্রি’ সিনেমাতেও জন-সোনাক্ষী

In সিনেমা জগৎ - Nov 26 at 1:03pm
‘ফোর্স-থ্রি’ সিনেমাতেও জন-সোনাক্ষী

সম্প্রতি মুক্তি পেয়েছে জন আব্রাহাম ও সোনাক্ষী সিনহা অভিনীত সিনেমা ফোর্স-টু। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি তুলে নিয়েছে ৩০.১৫ কোটি রুপি।

ফোর্স-টু সিনেমার সাফল্যে একটি পার্টির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এ সিনেমার অভিনয়শিল্পী জন আব্রাহাম, সোনাক্ষী সিনহা এবং তাহির শাহ এবং সিনেমা সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার ঘোষণা দেন প্রযোজক বিপুল শাহ। পাশাপাশি তিনি জানান, ফোর্স-থ্রি সিনেমাতেও থাকছেন জন ও সোনাক্ষী। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০১১ সালে। নিশিকান্ত কমন্ত পরিচালিত সিনেমাটিতে জনের বিপরীতে অভিনয় করেছিলেন জেনেলিয়া ডিসুজা। এরপর গত ১৮ নভেম্বর মুক্তি পায় ফোর্স-টু। পরবর্তী সিনেমা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা হয়নি। ফোর্স-টু সিনেমায় রোমান্স করতে পারেননি জন-সোনাক্ষী জুটি। দেখা যাক ফোর্স-থ্রি সিনেমাতে সেই সুযোগ পান কিনা।

তথ্যসূত্রঃ এবেলা

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6907
Post Views 179