MysmsBD.ComLogin Sign Up

দীপিকা ও কিমের চুমু খাওয়া নিয়ে বললেন যুবরাজ!

In বিবিধ বিনোদন - Nov 25 at 4:15pm
দীপিকা ও কিমের চুমু খাওয়া নিয়ে বললেন যুবরাজ!

কে বেশি ভাল চুমু খান, দীপিকা পাড়ুকোন, নাকি কিম শর্মা? হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল যুবরাজ সিংহকে। কারণ এই দুই সেলেবই নাকি তাঁর প্রাক্তন প্রেমিকা! ইন্ডাস্ট্রিতে অন্তত তেমনটাই গুঞ্জন। আর কয়েক দিনের মধ্যেই প্রেমিকা হেজেল কিচের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন, তার আগে এক সাক্ষাত্কারে এই প্রশ্নের কী জবাব দিলেন যুবরাজ?

‘নো ফিল্টার নেহা’ নামের একটি অডিও শো হোস্ট করেন নায়িকা নেহা ধুপিয়া। সেখানেই তাঁর গেস্ট ছিলেন ছোটবেলার বন্ধু যুবরাজ। সাক্ষাত্কারে নেহা যুবরাজের দুই প্রাক্তন বান্ধবীর প্রসঙ্গে জানতে চান, কে ভাল চুমু খান? প্রশ্ন শুনেই নাকি ক্লিন বোল্ড যুবরাজ। কোনও উত্তর তো দিতে পারেননি, শুধু মুচকি হেসেছেন।

এ সব শুনে বলি মহলের একটা বড় অংশের মত, কোনও কোনও সময় নীরবতাই সব উত্তর দিয়ে দেয়। আর বিবাহিত জীবন শুরুর মুখে প্রাক্তন বান্ধবীদের চুমু নিয়ে মুখ খোলার কী দরকার! এমনটাই হয়তো ভেবেছেন যুবি।

Googleplus Pint
Noyon Khan
Posts 3488
Post Views 259