MysmsBD.ComLogin Sign Up

কলকাতার যে ছবি দেখে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাতিল হয়ে গিয়েছিলেন অমিতাভ!

In সিনেমা জগৎ - Nov 25 at 3:08pm
কলকাতার যে ছবি দেখে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাতিল হয়ে গিয়েছিলেন অমিতাভ!

তিনি অমিতাভ বচ্চন। এ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এক দিকে থাকলে, তিনি আর একদিকে একা থাকলেও যথেষ্ট। এ দেশের বিনোদন দুনিয়ায় তাঁর থেকে বড় মাপের আর কেই বা আছেন? তাই তো তিনি বিগ বি। কিন্তু সেটা না হয় আজ। অথবা, দীর্ঘদিনের স্ট্রাগলকে 'ওভারকাম' করে এই জায়গাটায় তাঁকে আসতে হয়েছে।

শুরুর দিনটা মোটেই এত সহজ ছিল না। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সবুজ ঘাসে পাঞ্জাবি, পায়জামা পরে ছবি তুলেছিলেন। আর তাই পাঠিয়েছিলেন, নিজে অভিনয়ে সূযোগ পেতে চান বলে।

সেই ছবি দেখেই নাকচ করে দিয়েছিলেন, ওপাশের লোকেরা। আজ দীর্ঘদিন বাদে নিজের সেই প্রথম ছবিই টুইটারে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। সেই সূযোগে আপনিও দেখে নিন, কোন ছবির জন্য অভিনেতা হিসেবে বাতিল হয়েছিলেন সেদিনের বিগ বি!

সূত্রঃ জিনিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4104
Post Views 223