MysmsBD.ComLogin Sign Up

Search Unlimited Music, Videos And Download Free @ Tube Downloader

২৫ বছর ধরে যে স্বপ্ন দেখছেন শাহরুখ

In বিবিধ বিনোদন - Nov 23 at 3:12pm
২৫ বছর ধরে যে স্বপ্ন দেখছেন শাহরুখ

বলিউডের অনেক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন শাহরুখ খান। বিশ্বজুড়ে তার রয়েছে কোটি কোটি ভক্ত।

তবে সিনেমা নিয়ে এ অভিনেতার একটি স্বপ্ন রয়েছে আর তা হলো, তিনি এমন একটি সিনেমার অংশ হতে চান যা বিশ্বব্যাপী সাড়া ফেলবে।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ডিয়ার জিন্দেগি। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে। সিনেমা মুক্তিকে সামনে রেখে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন শাহরুখ। সেখানে নিজের এই স্বপ্নের কথা বলেন তিনি।

এ প্রসঙ্গে ৫১ বছর বয়সি এ অভিনেতা বলেন, ‘আমি এমন একটি ভারতীয় সিনেমার অংশ হতে চাই যেটি বিশ্বব্যাপী সাড়া ফেলবে এবং তা একজন অভিনেতা, প্রযোজক, শ্রমিক, শব্দ সংগ্রাহক অথবা প্রডাকশন ম্যানেজার যেভাবেই হোক না কেন।’

তিনি আরো বলেন, ‘‘এটিই আমার ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে স্বপ্ন। গত ২৫ বছর ধরে এই স্বপ্নই দেখে আসছি। জানি এটি হবে কারণ আমি এটি বিশ্বাস করি।’’

বর্তমানে শাহরুখ ব্যস্ত ডিয়ার জিন্দেগি সিনেমার প্রচারণা নিয়ে। পাশাপাশি আনুশকা শর্মার সঙ্গে ইমতিয়াজ আলী পরিচালিত দ্য রিং সিনেমার শুটিংও করছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার রইস সিনেমাটি। খুব শিগগিরই প্রকাশিত হবে এ সিনেমার ট্রেইলার।

তথ্যসূত্রঃ আজকাল

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6803
Post Views 479