MysmsBD.ComLogin Sign Up

এবার খলনায়ক প্রসেনজিৎ

In সিনেমা জগৎ - Nov 22 at 1:52pm
এবার খলনায়ক প্রসেনজিৎ

দুই বাংলার পরিচিত মুখ প্রসেনজিৎ চ্যাটার্জি। চরিত্রের প্রয়োজনে নানাভাবে নিজেকে ভেঙ্গেছেন তিনি।

এবার খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। নাম ঠিক না হওয়া এই সিনেমাটি পরিচালনা করছেন বীরসা দাশগুপ্ত। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে নির্মাতা বীরসা দাশগুপ্ত বলেন, ‘এই সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ। তার চরিত্রের নাম আদিত্য সেন। সে একজন বিজ্ঞানী। মুখোশের আড়ালে থেকে তার কাজকর্ম চালিয়ে যায়। এই নেগেটিভ চরিত্রটিকে হিরো বলা যেতে পারে। এমন চরিত্রে আগে কখনো প্রসেনজিৎকে দেখা যায়নি।’

তিনি আরো বলেন, ‘সিনেমার গল্পে আদিত্য সবার সঙ্গে মাইন্ড গেম খেলতে চায়। ফলে চরিত্রটি বেশ শক্ত। এই চরিত্রে একজন ভালো অভিনেতা দরকার ছিল। তাই প্রসেনজিৎকে চরিত্রটির জন্য নির্বাচন করেছি।’

এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন, যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানা গেছে।

তথ্যসূত্রঃ আজকাল

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6748
Post Views 237