MysmsBD.ComLogin Sign Up

আমির খানের মেয়ের বিয়ে!

In বিবিধ বিনোদন - Nov 22 at 10:46am
আমির খানের মেয়ের বিয়ে!

মুক্তির অপেক্ষায় আমির খানের ‘দঙ্গল’ সিনেমা, আসছে ২৩ ডিসেম্বর প্রিমিয়ার হবে নতুন ফিল্মটি। ভারতের হরিয়ানার কুস্তিগির মহাবীর সিং ফোগাতের জীবনী নিয়ে নির্মিত হয়েছে। দুই মেয়ে গীতা ও ববিতাকে কুস্তির প্রশিক্ষণ দেন মহাবীরের চরিত্রে অভিনয় করেছেন আমির।

দুই মেয়ের একজন গীতা, আর বাস্তবের সেই গীতার বিয়েতেই হাজির হলেন মিস্টার পারফেক্ট।

২০ নভেম্বর, রবিবার ছিল বিয়ের দিন। বাস্তবের মহাবীরের দাওয়াত পেয়ে সেই অনুষ্ঠানে আমির ও তার দঙ্গল ছবির টিম সেখানে হাজির হন।

যেটা নিয়ে ভারতীয় গণমাধ্যমকে আমির বলেন, গীতার বিয়েতে ওর পরিবারকে ‘দঙ্গল’ ছবিটি উপহার দিলাম।

উল্লেখ্য, দঙ্গল সিনেমায় গীতা চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। আরেক মেয়ে ববিতার চরিত্রে সানিয়া মালহোত্রা ও স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সাক্ষী। টাইমস অব ইন্ডিয়া। -ইত্তেফাক

Googleplus Pint
Mizu Ahmed
Posts 3792
Post Views 329