MysmsBD.ComLogin Sign Up

'এমআই মিক্স ন্যানো'র তথ্য ফাঁস

In মোবাইল ফোন রিভিউ - Nov 21 at 4:48pm
'এমআই মিক্স ন্যানো'র তথ্য ফাঁস

গত মাসে চীনের বাজারে এসেছে দেশটির অ্যাপল-খ্যাত শাওমির 'এমআই মিক্স' স্মার্টফোন। তুলনামূলক সাশ্রয়ী এই ডিভাইসে আধুনিক সব সুবিধা থাকায় তা বেশ সাড়া জাগিয়েছে স্মার্টফোনপ্রেমীদের মাঝে। এবার আরেকটি ফোন আনতে যাচ্ছে বিকাশমান বাজারে তুমুল জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ড, যার নাম 'এমআই মিক্স ন্যানো'। সপ্তাহ খানেক ধরে ডিভাইসটির স্পেশিফিকেশন নিয়ে মাতামাতি চলছে প্রযুক্তিবিশ্বে।

সম্প্রতি এই মাতামাতির মাত্রা আরও বেড়েছে। যার কারণ এমআই মিক্স ন্যানো'র এর অনলাইনে ফাঁস হওয়া তথ্য। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ডিভাইসটি হবে ৫.৫ ইঞ্চি ডিসপ্লের, যাতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮২১, বর্তমান বিশ্বের শক্তিশালি এই প্রসেসর স্ন্যাপড্রাগন ৮২০ এর থেকে ১০ শতাংশ দ্রুতগতিতে তথ্য প্রক্রিয়াজাত করে থাকে।

৪ জিবি র‍্যামের এই ফোনে ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালোতে চলবে। ফোনটির বাদবাকি তথ্য জানা যায়নি, এর জন্য অপেক্ষায় থাকতে হবে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসার দিন পর্যন্ত।

Googleplus Pint
Roney Khan
Posts 819
Post Views 67