MysmsBD.ComLogin Sign Up

আর্জেন্টাইন ফুটবল কর্মীদের বেতন দিলেন মেসি

In খেলাধুলার বিবিধ - Nov 21 at 11:23am
আর্জেন্টাইন ফুটবল কর্মীদের বেতন দিলেন মেসি

দীর্ঘদিন ধরে অর্থসংকটে ভুগছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অব্যবস্থাপনারও অভিযোগ রয়েছে। আর এসব কারণে ছয় মাস ধরে বেতন হচ্ছে না সংস্থাটির কর্মীদের।

একথা শোনার পর লিওনেল মেসি নিজের পকেট থেকে আর্জেন্টিনা দলের নিরাপত্তাকর্মীদের বেতন দিয়েছেন।

গত সপ্তাহে বেলো হরিজন্তেতে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে মেসি জানতে পারেন যে, দলের নিরাপত্তাকর্মীদের ছয় মাসের বেতন বাকি। ম্যাচের আগেরদিন নিরাপত্তা দলের কয়েকজন মেসিকে বলেন, ‘ছয় মাস ধরে আমরা বেতন পাই না। আপনি দলের অধিনায়ক। বুঝতেই পারছেন, আমরা আপনার সাহায্য চাইছি।’

একথা শোনার পর মেসি সঙ্গে সঙ্গে তার বাবাকে অর্থ পাঠাতে বলেন। পরে সেই অর্থ দিয়ে বকেয়া বেতন পরিশোধ করা হয়। ওয়েবসাইট।

সূত্রঃ যুগান্তর

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4133
Post Views 365