MysmsBD.ComLogin Sign Up

স্যামসাং গ্যালাক্সি জে৩ এর ২০১৭ এডিশন আসছে

In মোবাইল ফোন রিভিউ - Nov 20 at 9:35pm
স্যামসাং গ্যালাক্সি জে৩ এর ২০১৭ এডিশন আসছে

স্যামসাংয়ের জনপ্রিয় ফোন গ্যালাক্সি জে৩ এর ২০১৭ এডিশনের ফোন আসছে। সম্প্রতি এই ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে জে৩ ২০১৭ এডিশনে পুরনো এডিশনের সঙ্গে নতুন তেমন কোনো পার্থক্য থাকবে না।

এতে থাকছে ১.৪ গিগাহার্জের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। র‌্যাম থাকছে ২ জিবি। ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত।

জে ৩ এর ২০১৬ এডিশনের ফোনে এস বাইক মোড ছিল। নতুন ফোনটিতেও এস বাইক মোড থাকবে। ডুয়েল সিমের এই ফোনটিতে ৫ ইঞ্চির এইচডি অ্যামোলিড ডিসপ্লে রয়েছে।

খুব শিগগিরই ফোনটি বাজারে আসছে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 3787
Post Views 250