MysmsBD.ComLogin Sign Up

৫০০ কোটির ছবি প্রযোজনায় সালমান খান

In সিনেমা জগৎ - Nov 20 at 3:42pm
৫০০ কোটির ছবি প্রযোজনায় সালমান খান

হরিণ শিকারের মামলা কিছুতেই পিছ ছাড়ছে না। কয়েকদিন আগেও হাইকোর্ট থেকে তলব এসেছে। নতুন ছবি সুলতান দিয়ে বক্স অফিস কাঁপালেও তেমন সুবিধে করতে পারেন নি সল্লু।

সব মিলিয়ে বেশ ভজঘট অবস্থায় আছেন সল্লু। তাই দুরবস্থা কাটাতে ‘বাজরাঙ্গী ভাইজান’ ছবিটির সাফল্যের পর; এবার নতুন আরেকটি ছবির প্রযোজনা করতে যাচ্ছেন বলিউড তারকা সালমান খান। শিখ আইনজীবী গুরদিৎ সিংয়ের উপর ভিত্তি করে এই ছবিটির খরচ ধরা হয়েছে ৫০০ কোটি রুপি।

ভারতের গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের সাথে আরও আছেন কানাডার টরন্টো নিবাসী ভারতীয় ধনকুবের অজয় ভিরমানি।

কাহিনী নেয়া হয়েছে শিখ আইনজীবী গুরদিৎ সিং এর উপর। ১৯১৪ সালে জাপানি জাহাজ কামাগাতা মারু ৩৪৯ জন শিখ যাত্রী নিয়ে কানাডা গিয়েছিল। তখন তাদের সে দেশে ঢুকতে দেয়নি কানাডা সরকার। আইনজীবী গুরদিত সিং কানাডায় ঢোকার জন্য সকলের হয়ে আইনি লড়াই করেন।

শতবর্ষী পুরনো এরকমই একটি গল্প নিয়ে তৈরি হতে যাওয়া ছবিটির নাম রাখা হয়েছে ‘Lions Of The Sea’।

মুখ্য চরিত্র গুরদিত সিংয়ের চরিত্রে অভিনয় করবেন ‘লাইফ অফ পাই’ তারকা ইরফান খান। কানাডার গণতন্ত্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২০১৭ সালেই ছবিটির কাজ শুরু হবে বলে জানা গেছে।

সূত্রঃ অর্থসূচক.কম

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4113
Post Views 358