MysmsBD.ComLogin Sign Up

মেয়ের জন্মদিনে অভিষেক পেলেন ১ কোটি!

In বিবিধ বিনোদন - Nov 19 at 10:45am
মেয়ের জন্মদিনে অভিষেক পেলেন ১ কোটি!

মেয়ে আরাধ্যা সৌভাগ্য বয়ে আনলেন অভিষেক বচ্চনের জন্য। মেয়ের জন্মদিনেই অভিষেক পেলেন দামী উপহার। কোনো রকম ভণিতা না করে এই খবর সরাসরি টুইটারেই জানিয়েছেন জুনিয়র বচ্চন। ব্যাপারটা তবে কী?

গত বুধবার ছিল আরাধ্যার জন্মদিন। ঘটা করে জন্মদিন পালন হয়। আর সেই অনুষ্ঠানে অভিষেক উপহার পেলেন এক কোটি। টুইটারে অভিষেক লিখেছেন, "সবাইকে ধন্যবাদ জানাই। মেয়ের জন্মদিনে এত ভাল একটা উপহার যে পাব, তা ভাবতেই পারিনি। আমাকে, আমার পরিবারকে ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।"

আসল ঘটনা হলো, মেয়ের জন্মদিনে অভিষেকের টুইটার অনুগামীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ মিলিয়ন। অর্থাৎ এক কোটি। আর এতেই বেজায় আনন্দিত অভিষেক। অভিষেকের পিতা অমিতাভ বচ্চনের টুইটার অনুগামীর সংখ্যা দ্বিগুণ। এক কোটিতে পৌঁছতে পেরেই আনন্দিত অভিষেক।

সূত্রঃ কালেরকন্ঠ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4133
Post Views 283