MysmsBD.ComLogin Sign Up

৪ জিবি র‌্যামের ফোন আনছে লেনোভো

In মোবাইল ফোন রিভিউ - Nov 19 at 10:42am
৪ জিবি র‌্যামের ফোন আনছে লেনোভো

চীনের প্রযুক্তি পণ্য উৎপাদনাকারী প্রতিষ্ঠান লেনোভোর নিজস্ব ব্র্যান্ড জুকের ফোনের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে, ফোনটির মডেল জুক এজ। এটি জুকের চতুর্থ ফোন।

চীনের ওয়েবসাইট উইবোর মতে, ফোনটি হবে আল্ট্রা থিন আপার বেজেলের। এতে থাকবে ৫.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল।

ফোনটিতে থাকছে ২.৩৫ গিগাহার্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর। ৪ জিবি র‌্যামের এই ফোনটি ৩২ জিবি এবং ৬৪ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে।

অ্যানড্রয়েড মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

ফোনটির দরদাম কেমন হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4123
Post Views 118