MysmsBD.ComLogin Sign Up

Search Unlimited Music, Videos And Download Free @ Tube Downloader

'ডিয়ার জিন্দেগি'র পোস্টারে নেই শাহরুখ!

In সিনেমা জগৎ - Nov 18 at 4:36pm
'ডিয়ার জিন্দেগি'র পোস্টারে নেই শাহরুখ!

এই প্রথম মনে হয়ে এমন কিছু ঘটলো শাহরুখের সাথে। শাহরুখ খানের ছবি অথচ পোস্টারে কিং খান নেই! ভাবা যায়? নিন্দুকেরাতো বলা শুরু করে দিয়েছে ছবিতে কি শাহরুখের কোন ভুমিকাই নেই?

শুরু থেকেই বাহবাহ পেয়ে আসছে শাহরুখ খান ও আলিয়া ভাট জুটির প্রথম ছবি ‘ডিয়ার জিন্দেগি’। সম্প্রতি প্রকাশিত হয়েছে সে ছবির একটি পোস্টার। সেখানে দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে।

এর আগেও ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে ছবির দুই মূল অভিনয়শিল্পী শাহরুখ খান ও আলিয়া ভাটের ছবি ছিল। কিন্তু সম্প্রতি আলিয়ার ইনস্টাগ্রামে দেওয়া এই পোস্টার থেকে উধাও শাহরুখ খান।

সেখানে কেবলই আলিয়া ভাটকে দেখা গেছে। পোস্টারের এ ছবিটি আলিয়া ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশন লিখেন ‘জাগো। দুহাত বাড়িয়ে দাও আর শুধু একটু হাসো!’ হ্যাশ ট্যাগ দিয়ে লিখেন ডিয়ার জিন্দেগি। ছবিতে আলিয়ার পরামর্শক হিসেবে অভিনয় করেছেন শাহরুখ।

গৌড়ি শিন্ডে পরিচালিত ছবিটি শিগগিরই দেখা যাবে রুপালি পর্দায়। সিনেমাটি করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও শাহরুখ খানের রেড চিলিস প্রযোজনা করেছে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 3865
Post Views 230