MysmsBD.ComLogin Sign Up

হারের পর বাড়ি থেকে বের হতে পারছিলেন না হিলারি!

In আন্তর্জাতিক - Nov 17 at 9:08pm
হারের পর বাড়ি থেকে বের হতে পারছিলেন না হিলারি!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হারের বাড়ি থেকে বের হতে পারছিলেন না হিলারি ক্লিনটন। কারণ, তার মনের অবস্থা খুব খারাপ ছিল। তিনি শক্তি পাচ্ছিলেন না। বিষয়টি তিনি প্রকাশ করেছেন নির্বাচনের ফলাফলের প্রায় এক সপ্তাহ পর।

ডেমোক্রেট হিলারি ক্লিনটন বলেছেন পরাজয়ের পর হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি। "নিজেকে গুটিয়ে নিতে চাইছিলাম।

মনে হচ্ছিল কোনও বইয়ের মধ্যে ডুবে থেকে জীবন কাটিয়ে দেই। বাড়ি থেকে আর বের হবো না"-বলেন মিসেস ক্লিনটন।

আমেরিকায় স্থানীয় সময় বুধবার রাতে শিশুদের এক দাতব্য সংস্থার অনুষ্ঠানে নিজের মনের অবস্থা এভাবে তুলে ধরেনহিলারি।

তবে আমেরিকানদের উদ্দেশ্য করে তিনি বলেছেন- নিজেদের মূল্যবোধের জন্য লড়াই করে যেতে হবে, 'হতাশ হয়ে হাল ছেড়ে দিলে চলবে না'।নির্বাচনে হিলারি ক্লিনটন বেশি ভোট পেলেও ইলেক্টোরাল ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

চিলড্রেনস ডিফেন্ড ফান্ড নামের ওই সংস্থায় বক্তৃতা দেয়ার সময় মিসেস ক্লিনটন বলেন "আমার জন্য এখানে আসাটা এতটা সহজ ছিল না।

আমি এটাও জানি নির্বাচনের ফলের কারণে অনেকেই আপনারা ব্যাপক হতাশ হয়েছেন। আমিও হতাশ হয়েছি, কতোটা হতাশ হয়েছি তা ঠিকভাবে বুঝাতেও পারবো না"।"আমি জানি, এটা সহজ নয়। গত এক সপ্তাহে অনেকেই ভেবেছে এই আমেরিকা আর আগের মতো আছে কি না"-বলেন হিলারি ক্লিনটন।

Googleplus Pint
Noyon Khan
Posts 3474
Post Views 197