MysmsBD.ComLogin Sign Up

সানির গুরু ঠিক করে দিলেন আমির খান

In বিবিধ বিনোদন - Nov 14 at 9:33pm
সানির গুরু ঠিক করে দিলেন আমির খান

বলিউড সেনসেশন সানি লিওন। চলতি বছরের শুরুতে আমির খানের সঙ্গে অভিনয় করতে পারবেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, ‘সম্ভবত কখনই না’। তবে বছরের শেষ ভাগে এসে আমিরের সঙ্গে অভিনয়ের ব্যাপারে কিছুটা হলেও আশা করতে পারেন তিনি।

সম্প্রতি দিওয়ালি পার্টিতে আমিরের আমন্ত্রণ পেয়েছিলেন সানি। এখানেই শেষ নয়। আমিরের অভিনয় গুরু প্রকাশ ভরদ্বাজ এখন অভিনয় শেখাচ্ছেন সানিকে।

এ প্রসঙ্গে সানি বলেন, ‘সকালের বেশির ভাগ সময়ই কাটছে অভিনয় ও ভাষা শিক্ষকের সঙ্গে। নাচের রিহার্সেলের পর এ বিষয়ে সময় দিই। এরপর দিনের বাকি সময়টা ব্যায়াম করে কেটে যায়।’

২০০৬ সালে ‘রঙ দে বাসন্তি’ সিনেমার সময় থেকেই আমিরের সঙ্গে কাজ করছেন প্রকাশ ভরদ্বাজ। এমনকি ‘দাঙ্গাল’ সিনেমায় আমিরের হরিয়ানভি ভাষা সঠিকভাবে বলার পেছনেও অবদান রয়েছে তার। প্রকাশ ভরদ্বাজ বলেন, ‘আমি ক্যাটরিনা, প্রীতি জিনতা এবং আরো অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছি। আমার থিয়েটার ব্র্যাকগ্রাউন্ড। স্টুডেন্ট কোথা থেকে আসল এটা আমার দেখার বিষয় নয়। আমি এমন একজন শিক্ষক যে, শিক্ষার্থীদের ভুল দেখে সে মতো প্রশিক্ষণ দিই। আমি কোনো ফর্মুলা অনুসরণ করি না, প্রত্যেকের প্রতিভা এবং প্রজেক্টের ওপর কাজ করে থাকি।’

প্রথম কয়েকবার সাক্ষাতের পরই ভরদ্বাজ বুঝেছিলেন সানি তার সিনেমার চরিত্রগুলোর সঙ্গে খাপ খাওয়াতে পারেন না। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘তিনি অনেক পরিশ্রমী এবং কাজের ব্যাপারে খুবই উৎসাহী, যা আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে। আমরা জুলাইয়ের শুরু থেকে একসঙ্গে কাজ শুরু করেছি। প্রথমে সে চিত্রনাট্যের বিষয়বস্তু আমার সঙ্গে শেয়ার করে এবং সমস্যাগুলো আমাকে জানায়। আমি খেয়াল করলাম সে ইমোশনাল দৃশ্যের ভক্ত নয়, এখন এ বিষয়টি নিয়েই কাজ করতে হবে।’

সানির পরবর্তী সিনেমা আরবাজ খানের সঙ্গে। সিনেমার দৃশ্যগুলোতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তিনি অনেক পরিশ্রম করছেন। এ প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘এখন তিনি ইমোশন বুঝতে পারবেন এবং গ্লিসারিন ছাড়াই কাঁদতে পারবেন। মনীশ পালের সঙ্গে তার একটি কমেডি সিনেমাও রয়েছে। পর্দায় তার হাস্যরসবোধ অনেক ভালো এবং এখন এটি আরো ভালো লাগবে।’

হিন্দি ভাষায় এখনো সানির সমস্যা রয়েছে। ভরদ্বাজ জানিয়েছেন, এ বিষয়েও দিন দিন উন্নতি করছেন এ অভিনেত্রী। ‘তিনি ভাষাটি সুন্দরভাবে বুঝতে পারেন কিন্তু বলার সময় সমস্যা হয়। আমি তার প্রতিদিনের কথোপকথনে হিন্দি শব্দ বাড়াতে বলেছি। তার বাড়ির কাজ হচ্ছে, নিজের চিন্তাগুলো হিন্দিতে লেখা। এখন তার ব্যাকরণগত কিছু সমস্যা হচ্ছে।’ বলেন প্রকাশ ভরদ্বাজ।

তথ্যসূত্রঃ আজকাল

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7002
Post Views 396