MysmsBD.ComLogin Sign Up

মেয়ের সঙ্গীকে ধর্ষণের অভিযোগ

In দেশের খবর - Nov 14 at 6:46pm
মেয়ের সঙ্গীকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছয় বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে, যার মেয়ে ওই শিশুর সহপাঠী।

বোয়ালমারী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শেখ আজিজুল হক জানান, সোমবার দুপুরে পৌরসভার পশ্চিম কামার গ্রামে এ ঘটনার পর মেয়েটিকে ফরিদপুর মেডিকেল করেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানান আজিজুল।

ওই এলাকার ওহিদ বিশ্বাস (২৮) নামের ওই ব্যক্তির মেয়ে নির্যাতনের শিকার মেয়েটির সঙ্গে স্থানীয় একটি স্কুলে একসঙ্গে পড়াশোনা করে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহাবুবুল হক সজল বলেন, শিশুটির গোপনাঙ্গে জখমের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তপাত কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউন্সিলর আজিজুল হক বলেন, স্কুল থেকে ফিরে ওহিদের মেয়ের সঙ্গে তাদের বাড়ির উঠানে খেলা করছিল মেয়েটি। নিজের মেয়েকে বিস্কুট কিনে আনার কথা বলে বাজারে যেতে বলে ওহিদ।

“এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ওহিদ।”

পরে শিশুটির কান্না শুনে বাড়ির লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায় বলে জানান আজিজুল ।

এ বিষয়ে বোয়ালমারী থানার এসআই শহিদুল ইসলাম বলেন, “ভিকটিমের মায়ের সঙ্গে কথা বলে ধর্ষণের কথা শুনেছি, তবে থানায় কেউ মামলা করতে আসেনি।”

মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সূত্রঃ বিডিনিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4113
Post Views 543