MysmsBD.ComLogin Sign Up

বিপিএলে আজকের খেলা

In ক্রিকেট দুনিয়া - Nov 13 at 9:45am
বিপিএলে আজকের খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নয়টি ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে বরিশাল বুলস ও রাজশাহী কিংস। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স।

ম্যাচ দুটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

বরিশাল বুলস ২টি ম্যাচে মাঠে নেমে ১টিতে জিতেছে। হেরেছে ১টিতে। তাদের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ স্থানে। রাজশাহী কিংস ২ ম্যাচের একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা।

এদিকে লিগের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে। তাদের ঝুলিতে এখনো কোনো পয়েন্ট জমা হয়নি। সঙ্গত কারণেই পয়েন্ট টেবিলের তলানিতে তাদের অবস্থান।

অন্যদিকে খুলনা টাইটান্স ৩ ম্যাচে মাঠে নেমে মাহমুদউল্লাহর শেষ ওভারের ভেল্কিতে ২টি ম্যাচে জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা রয়েছে তৃতীয় স্থানে।

শীর্ষে থাকা ঢাকা ও দ্বিতীয় স্থানে থাকা রংপুরের পয়েন্টও ৪।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6714
Post Views 269