MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

যশ, নুসরত ও বিরসার বোঝাপড়া!

In সিনেমা জগৎ - Nov 13 at 8:44am
যশ, নুসরত ও বিরসার বোঝাপড়া!

‘গ্যাংস্টার’-এ ‘দাশগুপ্ত’ জুটি অর্থাৎ বিরসা ও যশ সাফল্য পেয়েছেন। নায়ক হিসেবে বড়পর্দায় সফল হয়েছেন ছোটপর্দার ‘বোঝে না সে বোঝে না’-র অরণ্য। ফের তারা এক সঙ্গে। ‘গ্যাংস্টার’-এ ‘দাশগুপ্ত’দের টিমমেট ছিলেন মিমি।

এবার সঙ্গী নুসরত জাহান। সেই সঙ্গে টলিউডও পেতে চলেছে নতুন জুটি। ডিসেম্বরেই শুরু হবে ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় নতুন ছবির শুটিং।

যশ জানিয়েছেন, বিরসার সঙ্গে তার বোঝাপড়া খুব ভাল। যেটা কাজের ক্ষেত্রেও সুবিধে করে দেয়। আর নুসরতের সঙ্গে এটাই প্রথম কাজ। খুব ভাল কিছু আশা করছেন নায়ক। তাকে এক পুলিশ অফিসারের ভূমিকায় কাস্ট করেছেন পরিচালক।

অন্য দিকে ‘শুধু তোমারই জন্য’ দেখার পর থেকেই বিরসার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন নুসরত। এতদিনে সে সুযোগ এল। ছবিতে একজন আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। বিরসা জানিয়েছেন, ইন্ডাস্ট্রির অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী নুসরতের জন্য চরিত্রটি পারফেক্ট। তবে ভিলেন কে, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Noyon Khan
Posts 3450
Post Views 360