MysmsBD.ComLogin Sign Up

আজকের এই দিনে : ১৩ নভেম্বর , ২০১৬

In আজকের এই দিনে - Nov 12 at 11:37pm
আজকের এই দিনে : ১৩ নভেম্বর , ২০১৬

১৮০৫ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসিরা ভিয়েনা দখল করে নেয়।

১৮৩৫ খ্রিস্টাব্দের এই দিনে টেক্সাসে মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে।

১৮৭২ খ্রিস্টাব্দের এই দিনে সাপ্তাহিক সমাজ দর্পণ প্রকাশিত হয়।

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে পল কমু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মত আকাশে ওড়ে।

১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে কলম্বিয়ায় এক ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিন আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রাণীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ জন শ্রমিক আটকে পড়ে। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনে ইরাকের সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।

১৮৪৭ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্ম।

১৮৫০ খ্রিস্টাব্দের এই দিনে স্কটিশ কথাসাহিত্যিক লুইস স্টিভেনসনের জন্ম।

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি ফ্রান্সিস টমসনের মৃত্যু।

১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে বাঙালি লেখক অশোক বড়ুয়া জন্মগ্রহণ করেন।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 3837
Post Views 123