MysmsBD.ComLogin Sign Up

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পিটারসেন বরখাস্ত

In ক্রিকেট দুনিয়া - Nov 12 at 7:19pm
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পিটারসেন বরখাস্ত

ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ম্যাচ ফিক্সিং নিয়ে গত বছর নানা আগুন ঝরানো কথা বলেছেন। কিন্তু সেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগেই বরখাস্ত হলের আলভিরো পিটারসেন। গতবছরও দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে ব্যাটিং ওপেন করেছেন এই ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সিএসএ একাধিক অভিযোগ এনে বরখাস্ত করেছে ৩৫ বছরের পিটারসেনকে। গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি আসর র‌্যাম স্ল্যামই বিতর্কের মূলে। ওখানে ম্যাচ গড়াপেটার অভিযোগে ক্রিকেটার-কর্মকর্তা মিলিয়ে বেশ কজন ৭ থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। সেই তালিকায় যোগ হলেন পিটারসেন। ১৪ দিনের মধ্যে এই অভিযোগের বিরুদ্ধে আবেদন করার সুযোগ থাকছে তার।

ডান হাতি এই ব্যাটসম্যানের ২০১০ সালে টেস্ট অভিষেক হয়েছিল কলকাতায়। ভারতের বিপক্ষে। গত বছর জানুয়ারি পর্যন্ত ৩৬ টেস্টে ৩৪.৮৮ গড়ে ৫ সেঞ্চুরিতে ২০৯৩ রান করেছিলেন। এছাড়া ২১টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিও খেলেছেন। কিন্তু এবার যে বিতর্কে পড়েছেন তাতে তার ফেরার পথই বুঝি রুদ্ধ হলো জীবনের জন্য।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7002
Post Views 304