MysmsBD.ComLogin Sign Up

গাঙ্গুলির ঠাট্টা, ভারতের সঙ্গে বাংলাদেশ ১০০ রানও করতে পারতো না

In ক্রিকেট দুনিয়া - Nov 11 at 12:06pm
গাঙ্গুলির ঠাট্টা, ভারতের সঙ্গে বাংলাদেশ ১০০ রানও করতে পারতো না

রাজকোট টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে ইংল্যান্ড দল চলছে সেঞ্চুরির মিছিল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে জো রুট-মঈন আলী ও বেন স্টোকসের সেঞ্চুরিতে ৫৩৭ রানের পাহাড় গড়ে দলটি। অথচ শক্তিশালী ইংলিশরা বাংলাদেশের বিপক্ষে চট্রগ্রাম ও ঢাকা টেস্টে নাকানি-চুবানি খেয়েছিল।

পার্থক্যটা ছিল উইকেটে। বাংলাদেশের উইকেট গুলো ছিল স্পিনারদের জন্য স্বর্গ। তরুন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান নতুন বলে প্রথম দিনের প্রথম বল থেকেই বিষাক্ত ঘূর্ণি জাদু দেখিয়েছেন। ইংলিশ স্পিনাররাও সমান তালে লড়াই করেছে।

যার কারনে সিরিজের দুটি টেস্টেই জমজমাট লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। তাই তো সিরিজ শেষেই অজি স্পিন কিংবদন্তী শেন ওয়ার্ন বলেন,

‘টেস্ট ক্রিকেটের জৌলুশ ফিরিয়ে আনতে উইকেট বোলারদের সুবিধামত তৈরি করা উচিত।’ ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড তো বলেই দিয়েছেন, ‘আপনি ৫০০ রানের বিপরিতে ৫০০ রান দেখতে চাইবে না।’

বাংলাদেশে উইকেটের চরিত্র বিবেচনায় রাজকোটে অপেক্ষাকৃত সহজ ব্যাটিং উইকেট পেয়েছে ইংলিশরা। তার উপর টস ভাগ্যে জয়ী হওয়ার বাড়তি সুবিধা তো আছেই।

সব মিলিয়ে টেস্টের মাত্র দ্বিতীয় দিনেই ভারতীয়দের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে কুক বাহিনী। এদিকে ভারতীয় স্পিনাররা তাদের নিজেদের কন্ডিশনে ব্যর্থ হওয়ায় তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

স্পিন বান্ধব উইকেট না পেলে কি ঘাতক হয়ে উঠতে পারেননা অশ্বিন-জাদেজারা? এমন প্রশ্নের জবাবে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ ও ভারতের উইকেটের তুলনা করে বলেন,

‘বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের উইকেট ব্যাটসম্যানদের জন্য মরনফাঁদ ছিল। ওই উইকেটে প্রথম দিন থেকেই বল স্কয়ার টার্ন করেছে এবং সেটা আদর্শ টেস্ট ম্যাচ উইকেট ছিল না। এমন উইকেটে ভারত যদি বাংলাদেশের বিপক্ষে খেলত, বাংলাদেশ ১০০ রানের বেশি করতে পারতো না।’ -এমটিনিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4113
Post Views 658