MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

হাসপাতালে অভিনেতা শাহীন আলম!

In বিবিধ বিনোদন - Nov 07 at 8:24am
হাসপাতালে অভিনেতা শাহীন আলম!

এক সময়ের আলোচিত অভিনেতা শাহীন আলম বর্তমানে পর্দায় অনিয়মিত। জানা গেছে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

গত ৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ অভিনেতাকে দেখতে আসেন চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ওমর সানি।

ওমর সানি বলেন, 'শাহীন আমার খুব ভালো বন্ধু'। গতকাল আমি তাকে দেখতে গিয়েছিলাম। ওর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছি। আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছে।

১৯৯১ সালে শাহীন আলমের প্রথম সিনেমা 'মায়ের কান্না' মুক্তি পায়। এরপর অসংখ্য সিনেমায় কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নিজেকে পর্দার আড়ালে রেখেছেন শাহীন আলম। ব্যবসা-বাণিজ্য ও পরিবার নিয়েই সময় কাটছে তার।

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Noyon Khan
Posts 3377
Post Views 334