MysmsBD.ComLogin Sign Up

ছিটকে গেলেন স্যান্টনার

In ক্রিকেট দুনিয়া - Nov 04 at 6:44pm
ছিটকে গেলেন স্যান্টনার

ছিটকে গেলেন মিচেল স্যান্টনার। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্ল্যাঙ্কেট শিল্ড সামনে রেখে নর্দান ডিসট্রিক্টের হয়ে অনুশীলন করছিলেন স্যান্টনার।

কিন্তু অনুশীলনে তিনি ডান কবজিতে চোট পান। পরে এক্স রেতে তার কবজিতে চিড় ধরা পড়ে।

শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রথম টেস্টে স্যান্টনারের না খেলার কথা জানিয়েছে। এমনকি দ্বিতীয় টেস্টেও তার খেলা নিয়ে শঙ্কা আছে।

গত মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে যৌথভাবে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন স্যান্টনার। পেসার ট্রেন্ট বোল্টও নিয়েছিলেন ১০ উইকেট।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি নিউজিল্যান্ড। আগামী ১৭ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে। হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট শুরু ২৫ নভেম্বর থেকে।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7007
Post Views 251