MysmsBD.ComLogin Sign Up

সোনমে শাহরুখের আপত্তি!

In সিনেমা জগৎ - Nov 03 at 8:25am
সোনমে শাহরুখের আপত্তি!

ফ্যাশন ডিভা সোনম কাপুর। সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা নীরজা।

প্রেম রতন ধন পায়ো সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা গেছে তাকে। অনেকদিন হলো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এ অভিনেত্রী। সালমান খানের সঙ্গে দেখা গেলেও শাহরুখ খানের বিপরীতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

সম্প্রতি শাহরুখের সঙ্গে তাকে সিনেমায় না দেখতে পাওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন করা হয় সোনমকে।

এ প্রসঙ্গে সোনম বলেন, ‘মনে হয় না শাহরুখ আমার সঙ্গে অভিনয় করতে চায়। তার সঙ্গে কাজ করার অনেক সুযোগ তৈরি হয়েছিল কিন্তু তিনি..। আমি তার সঙ্গে অভিনয় করতে চাই এবং তার সঙ্গে যোগাযোগও করেছি। কিন্তু কখনো করা হয়নি। আমার মনে হয় তিনি যখন চাইবেন তখনই তার সঙ্গে অভিনয় করতে পারব।’

এ অভিনেত্রী জানান, সিনেমায় কোন নায়িকা অভিনয় করবেন তা নায়কই নির্ধারণ করেন।

নিজের সম্পর্কে সোনমের এমন স্বীকারোক্তি নতুন কিছু নয়। এর আগেও নিজের সম্পর্কে কথা বলে আলোচনায় এসেছেন সোনম। -রাইজিংবিডি

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4123
Post Views 419