MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

মিচেল স্টার্ককে নিয়েই ভয় প্রোটিয়াদের!

In ক্রিকেট দুনিয়া - Nov 03 at 12:11am
মিচেল স্টার্ককে নিয়েই ভয় প্রোটিয়াদের!

টেস্ট সিরিজ শুরুর আগে অজি বোলার মিচেল স্টার্ককে ভয় পাচ্ছে প্রোটিয়াস শিবির। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে এই বাঁহাতি পেসারই যে পার্থক্য গড়ে দেবেন তা বেশ ভালভাবেই বুঝতে পেরেছেন ফাফ দু’প্লেসিস। বৃহস্পতিবার পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল।

প্রোটিয়া অধিনায়ক বলেছেন, “‌স্টার্ককে সামলাতে হবে। তার উপরই নির্ভর করছে আমাদের সিরিজ জয়ের ব্যাপারটা।”

তিনি আরও বলেছেন, “‌আমাদের দীর্ঘ সময় উইকেটে থাকতে হবে। লম্বা জুটি তৈরি করতে না পারলে অসিদের চাপে ফেলা যাবে না।”‌

পার্থ টেস্টে একাদশে দেখা যেতে পারে প্রোটিয়া পেসার মরনি মরকেলকে। যিনি সদ্য চোট থেকে ফিরেছেন। ফিট হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছে মরনি। নেটে ভালো বলও করছে। এমনটাই জানিয়েছেন দু’প্লেসিস। তাই মরকেলের একাদশে থাকার সম্ভাবনা প্রবল।

ডেল স্টেইনের উপর যে তার অগাধ ভরসা তাও বুঝিয়ে দিয়েছেন দু’প্লেসি। তিনি বললেন, “‌অস্ট্রেলিয়ায় সে আগেও ভালো খেলেছে। সে খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। আশা করব দলকে ভরসা দিতে সে প্রস্তুত।”

তথ্যসূত্রঃ অনলাইন

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6941
Post Views 397