MysmsBD.ComLogin Sign Up

অতিথি বিদায় করতে যে কৌশলের আশ্রয় নেন আমির

In বিবিধ বিনোদন - Nov 02 at 11:54am
অতিথি বিদায় করতে যে কৌশলের আশ্রয় নেন আমির

ঘরে অতিথি যেকোনো সময় আসতে পারে। কিন্তু অতিথি আসার পরে জমিয়ে গল্প এবং সাধ্যমত আপ্যায়ণের পরেও যাওয়ার নাম করছে না। আর আপনারও হয়তো হাতে অনেক কাজ জমে আছে। এজন্য তাদের আর সময় দেয়া সম্ভব নয়- এমন সময় কী করবেন ঠিক করতে পারছেন না? তবে আমির খানের কৌশল প্রয়োগ করে দেখতে পারেন।

খুবই সোজাসাপ্টা এর উত্তরটা দিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তিনি মনে করেন, বাড়িতে অতিথি একটা নির্দিষ্ট সময়ের জন্য আসবেন। সময়টা অনেক বেশি হয়ে গেলেই পরিস্কার জানিয়ে দিতে হবে, 'আপনার এখন ওঠা উচিত।' এই ব্যবহার তিনি শিখেছেন তার চাচা নাসির খানের কাছে।

সম্প্রতি নাসির খানের আত্মজীবনীর প্রকাশনা অনুষ্ঠানে আমির খান এ তথ্য জানান।
তিনি আরো বলেন, ‘আমি চাচ্চু নাসির খানের কাছ বিভিন্ন বিষয়ে অনেক কিছু শিখেছি৷ এর মধ্যে রয়েছে অভিনয়ের নানা কৌশল ছাড়াও বিচিত্র ধরনের বিষয়।’

তিনি আরো বলেন, ‘চাচ্চুর কাছ থেকে শেখা ভিন্নধরনের জ্ঞানের মধ্যে একটি হচ্ছে ভালোয় ভালোয় অতিথিদের বিদায় করা। তিনি আমাদের নিয়ে বাড়িতে আড্ডা দিতেন, খাওয়াতেন। কিন্তু যখন তার ঘুমের সময় হতো, তিনি স্পষ্ট বলে দিতেন, 'তোমাদের সঙ্গে সময়টা বেশ ভালো কেটেছে।' আমি দেখেছি, যেবার চাচ্চুর মনে হতো বাসায় আসা অতিথি বেশিক্ষণ থাকছেন, তিনি বলতেন, ভালোই লাগছে আপনাকে দেখে। আশা করি, আগামীতে আবার দেখা হবে! এমন পরিস্থিতিতে ওই অতিথির বিদায় নেয়া ছাড়া উপায় থাকত না!’

অনুষ্ঠানে আমির খান হাস্যচ্ছলে এসব কথা বললেন। তিনি আরো জানান, নাসির চাচ্চু তাদের নিয়মানুবর্তিতা শিখাতে বড় ধরনের ভূমিকা পালন করেছেন। চাচার মতো মার্জিত এবং ভদ্র প্রকৃতির মানুষ তিনি খুবই কম দেখেছেন বলেও মন্তব্য করেন। -বিডিলাইভ২৪

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4133
Post Views 329