MysmsBD.ComLogin Sign Up

২০ ম্যাচ পর প্রথম ক্যাচ ধরলেন আমির

In ক্রিকেট দুনিয়া - Oct 31 at 11:46pm
২০ ম্যাচ পর প্রথম ক্যাচ ধরলেন আমির

মোহাম্মদ আমিরের অর্জন সম্পর্কে বলতে গেলে অনেক কথাই উঠে আসে। ইতিবাচক-নেতিবাচক অনেক কিছুই রয়েছে তার ক্যারিয়ারে। তবে, আলোচনায় তিনি উঠে এসেছেন সবচেয়ে বেশি ৫ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে স্বরূপে ফেরার কারণে। অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।

তবে এমন একটি রেকর্ড তিনি গড়েছেন, যেটা আসলে কোনভাবেই নিজের কাছে রাখতে চাইবেন না কোনভাবেই। এ নিয়ে ক্যারিয়ারে ২০তম টেস্ট খেলছেন মোহাম্মদ আমির। কিন্তু এর আগে গত ১৯টি টেস্টে একটি ক্যাচও ধরতে পারেননি মোহাম্মদ আমির। কতটা ভালো ফিল্ডার তিনি, তা এ থেকেই বোঝা যায়।

অবশেষে ২০তম ম্যাচে এসে একটি নয়, দুটি ক্যাচ তালুবন্দী করতে পারলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শারজা টেস্টে জার্মেইন ব্ল্যাকউড এবং রোস্টন চেজের ক্যাচ ধরেছেন আমির।

আমিরের আগে এই অনাকাংখিত রেকর্ডের বোঝা ছিল ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার জিওফ পুলারের কাছে। ১৮তম ম্যাচে এসে প্রথম ক্যাচ ধরেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান গতি তারকা গ্লেন ম্যাকগ্রাও রয়েছেন এই রেকর্ডের তারকা। ১৬তম ম্যাচে এসে প্রথম ক্যাচ ধরেছিলেন তিনি।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7036
Post Views 408