MysmsBD.ComLogin Sign Up

আসছে ফেরদৌস-জয়ার নতুন ছবি 'পুত্র'

In সিনেমা জগৎ - Oct 30 at 11:31am
আসছে ফেরদৌস-জয়ার নতুন ছবি 'পুত্র'

আসছে ফেরদৌস এবং জয়া আহসান অভিনীত নতুন ছবি 'পুত্র'। জানা গেছে, খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। নভেম্বরের শুরুর দিকে ছবিটির প্রিমিয়ার হবে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে।

সাইফুল ইসলামের পরিচালনায় 'পুত্র' ছবিটিতে উঠে এসেছে সমাজে অটিস্টিক শিশুদের নানা সমস্যা এবং তার সমাধান।

ছবিটির জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফেরদৌস। দেশে এমন গল্প নিয়ে ছবি নির্মাণ কখনোই হয়নি। সে ক্ষেত্রে ছবিটি দর্শকদের কাছে একটি বিশেষ বার্তা নিয়ে উপস্থাপিত হবে বলে জানান এ অভিনেতা।

ফেরদৌস বলেন, দীর্ঘ অভিনয় জীবনে অনেক বাণিজ্যিক ছবিতে কাজ করেছি। অটিস্টিক বাচ্চাদের নিয়ে নির্মিত এমন ছবিতে প্রথম কাজ করলাম। এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি মনে করি, এই ছবির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন।

ছবিটি নিয়ে জয়া জানান, অটিস্টিক শব্দটি বলতে তার ভালো লাগে না। এদের তিনি 'স্পেশাল চাইল্ড' বলেন। দেশে সচরাচর এমন গল্প নিয়ে ছবি তৈরি হয় না। তাই গল্পটি শুনে বেশ ভালো লেগেছে তার।

Googleplus Pint
Noyon Khan
Posts 3488
Post Views 161