MysmsBD.ComLogin Sign Up

মাইলফলকের সামনে মুশফিক

In ক্রিকেট দুনিয়া - Oct 26 at 10:13pm
মাইলফলকের সামনে মুশফিক

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের দলীয় অধিনায়ক মুশফিকুর রহিম অনন্য মাইলফলকের সামনে দাড়িয়ে। তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার হাতছানি মিঃ রান ম্যাশিনের।

আগামী শুক্রবার (২৮ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে মাঠে নামলেই তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। মোহাম্মদ আশরাফুল (৬১ ম্যাচ) ও হাবিবুল বাশার সুমনের (৫০ ম্যাচ) পর তৃতীয় কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যারিয়ারে ৫০তম ম্যাচ পূর্ণ করবেন টেস্ট অধিনায়ক মুশফিক।

২০০৫ সালে ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্ট ম্যাচে অভিষেক হয় মুশফিকুর রহিমের। ৪৯ টেস্টের ৯০ ইনিংসে ব্যাট করে ৩২.৫৮ গড়ে ২ হাজার ৭৩৭ রান করেছেন মুশফিক। ৪৬.৩৭ স্ট্রাইক রেটে ৩টি শতকের সাথে ১৫টি অর্ধশতক হাঁকিয়েছেন। মুশফিক ৩৪৪টি বাউন্ডারির সাথে ২২টি ছক্কা মেরেছেন। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান।

অন্যদিকে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৯০টি (৭৯টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিং) ডিসমিসাল করেছেন মুশফিকুর রহিম।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7106
Post Views 468