MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

ইন্টারনেটে ভাইরাল বানির টপলেস ছবি

In বিবিধ বিনোদন - Oct 26 at 4:49pm
ইন্টারনেটে ভাইরাল বানির টপলেস ছবি

শুরু হয়েছে ভারতের আলোচিত টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস সিজন ১০। এ শোয়ের একজন প্রতিযোগী ভিজে বানি। সম্প্রতি তার বেশ কিছু টপলেস ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

কিছুদিন আগে একটি ফটোশুটে টপলেস হয়েছিলেন বানি। কিন্তু হঠাৎ করেই তার এই ছবিগুলো ফাঁস হয়ে যায়। তারপরই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

ফাঁস হওয়া ছবিতে দেখা যায়- বানি একটি লম্বা স্কার্ট পরে আছেন। তার মাথার চুলগুলো সামনে আলগা করে ছেড়ে দেয়া।


চণ্ডীগড়ের মেয়ে বানি। তিনি টেলিভিশন রিয়েলিটি শো রোডিস এর সিজন ৪-এর মাধ্যমে আলোচনায় আসেন। এই প্রতিযোগিতায় তিনি রানার আপ হয়েছিলেন। আপ কা সুরুর, সাউন্ডট্র্যাক, জোরাওয়ার ও থিক্কা সিনেমায় দেখা গেছে বানিকে।

তথ্যসূত্রঃ আজকাল
[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6908
Post Views 330