MysmsBD.ComLogin Sign Up

পাথরের আড়ালে টয়লেট করতেন কঙ্গনা!

In বিবিধ বিনোদন - Oct 26 at 1:46pm
পাথরের আড়ালে টয়লেট করতেন কঙ্গনা!

সিনেমার শুটিং চলাকালে পাথরের আড়ালে গিয়ে প্রাকৃতিক কর্ম সারার পাশাপাশি পোশাকও বদলাতে হয়েছে বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াতকে।

সম্প্রতি বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার টিভি-টকশো 'নো ফিল্টার নেহা'তে কঙ্গনা নিজেই এমন তথ্য জানিয়েছেন।

নেহার এই টিভি শোতে অতিথিদের যেকোনো তথ্য লুকানো বারণ। আর এই শর্তের বেড়াজালে পড়েই সত্য তথ্য তুলে ধরেন কঙ্গনা।

টক শোতে কঙ্গনা বলেন, 'বাইরে থেকে মনে হয়, বলিউডের নায়িকারা সব সময় দারুণ সুবিধা পায়। তবে অন্য কারো কথা জানি না, 'রেঙ্গুন' ছবির শুটিং করতে গিয়ে আমাকে যা করতে হয়েছে, আমার মনে হয় বলিউডের অন্য কোনো নায়িকাকে তা করতে হয়নি!'

কঙ্গনা জানান, 'রেঙ্গুন' ছবির শুটিংয়ে পাথরের আড়ালে গিয়ে তাকে বদলাতে হয়েছিল জামা কাপড়। শুধু তাই নয়, কঙ্গনা নাকি শুটিং চলাকালীন পাথরের আড়ালে গিয়ে টয়লেটও করতেন!

কঙ্গনা এর কারণ হিসেবে উল্লেখ করেন, অরুণাচল প্রদেশের রেঙ্গুন সিনেমার শুটিং সেটে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ছিল না। পোশাক বদলের জন্য মেকাপ ভ্যানও তাদের সঙ্গে যায়নি। যে কারণে খোলা আকাশের নিচেই প্রাকৃতিক কর্ম সারতে হয় তাকে। এসময় টিমের অন্য সদস্যরা তাকে ঘিরে রাখতো।

সূত্রঃ যুগান্তর

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4124
Post Views 487